বিভিন্ন মহল যুব সমাজের মধ্যে TikTok-কে নিয়ে আশঙ্কা প্রকাশ


সোমবার,২২/০৭/২০১৯
488

এ দেশের বিভিন্ন মহল যুব সমাজের মধ্যে TikTok-কে নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে । এমনকী ‘ভালো’ TikTok ভিডিয়ো বানাতে গিয়ে মৃত্যুর কিনারায় পৌঁছে যাওয়ার উদাহরণও পাওয়া গেছে অনেক। কেন্দ্রীয় সরকার এর বিরূদ্ধে ব্যবস্থা নিয়ে এবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম TikTok ও Helo-কে নোটিশ পাঠিয়েছে বলে যানা গিয়েছে। নোটিশ পাঠিয়ে মোট ২১টি প্রশ্নের উত্তর চেয়েছেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। সঠিক সময়ে উত্তর না পেলে ‘উপযুক্ত ব্যবস্থা’ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্র। প্রসঙ্গত, RSS অনুমোদিত সংস্থা স্বদেশি জাগরণ মঞ্চ (SJM) একবার প্রধানমন্ত্রীর দফতরে অভিযোগ করেছিলেন TikTok, Helo নিয়ে।

তাদের অভিযোগ এই দুই প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশবিরোধী কার্যকলাপ হচ্ছে। সংস্থাগুলির কাছে সেইমতো জবাবদিহি চেয়েছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি তথ্য ও প্রযুক্তি মন্ত্রক, ভারতীয় ইউজার-এর কাছে তথ্যের নিরাপত্তা নিয়েও জানতে চেয়েছেন। আন্যদিকে,TikTok ও Helo যৌথ বিবৃতিতে জানিয়েছে, ভারতে ব্যবসার সুযোগ দেওয়ায় তারা কৃতজ্ঞ। তারা আরও জানান যে তাদের লক্ষ্যমাত্রা হল আগামী ৩ বছরে এই দেশে ১ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ করা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট