বাড়ছে আয় তবু জালিয়াতি রুখতে ১ বছরে ১.২৬ লক্ষ ID ব্লক করেছে ভারতীয় রেল শাখা আইআরসিটিসি। ২০১৭-১৮ বছরে ই-টিকিট থেকে মোট ২৮,৪৭৫.৪৬ কোটি টাকা আয় হয়েছিল তাদের। যা বেড়ে দাঁড়ায় ৩২,০৬৯.৬৮ কোটি টাকা ২০১৮-১৯ সালের হিসাব অনুযায়ী। রেমন্ত্রী পীয়ূষ গয়াল এদিন এব্যাপারে লোকসভায় লিখিত প্রশ্নের জবাব দিয়েছে। এই ই-টিকিট ব্যবস্থ রেলে ২০০৫ সালের দিকে শুরু হয়। রেমন্ত্রী আরও জানিয়েছেন যে রেলের রিজার্ভেশন ব্যবস্থার অপব্যবহারের বেশ কিছু ঘটনা সামনে আসে যখন ট্রেনের টিকিটের চাহিদা খুব বেশি থাকে। অন্য এক প্রশ্নের উত্তরে রেলমন্ত্র জানান এই সমস্ত ঘটনা রুখতে আইআরসিটিসি-র তরফ থেকে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। যার ফলে জালিয়াতি রুখতে ২০১৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১ মার্চ পর্যন্ত প্রায় ১.২৬ লক্ষ আইডি ডিঅ্যাকটিভেট করে দেওয়া হয়েছে।
১ বছরে ১.২৬ লক্ষ ID ব্লক করেছে ভারতীয় রেল শাখা আইআরসিটিসি
শনিবার,২০/০৭/২০১৯
722