সোনারপুরঃ এক সদ্যোজাত শিশু কন্যা উদ্ধার হল প্ল্যাটফর্ম থেকে। শুক্রবার গভীর রাতে কেউ ওই শিশু কন্যাকে কাপড়ে মুড়ে ফেলে দিয়ে যায় ঘুটিয়ারী শরীফ ষ্টেশনের ২ নং প্ল্যাটফর্মে। অন্ধাকার থেকে কান্নার আওয়াজ শুনতে পেয়ে স্থানীয়রা শিশুটিকে দেখতে পেয়ে জি আর পি কে খবর দেয়। পুলিশ শিশুটিকে উদ্ধার করে ঘুটিয়ায়ী গ্রামীন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসার পর বাচ্চাটিকে সুস্থ করে তোলা হয়। পরে তাকে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়। কে বা কারা ওই শিশুটিকে ওখানে ফেলে গেছে তার তদন্ত শুরু করেছে সোনারপুর জি আর পি।
এক সদ্যোজাত শিশু কন্যা উদ্ধার হল প্ল্যাটফর্ম থেকে
শনিবার,২০/০৭/২০১৯
896