প্রাথমিক শিক্ষকদের সঙ্গে শিক্ষা মন্ত্রীর বৈঠকে মিললো না সমাধান


শনিবার,২০/০৭/২০১৯
760

কলকাতা : আজ নিয়ে টানা নবম দিন চলছে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন ।উস্থি নামক এক সংগঠনের ডাকে প্রাথমিক শিক্ষকরা পি আর টি স্কেলের দাবিতে ও ১৪ জন শিক্ষকের অনৈতিক বদলি প্রত্যাহার এর দাবিতে আন্দোলন ও অনশন চালাচ্ছেন ।তাদের দাবি সরকার মেনে নিলে তারা এই আন্দোলন প্রত্যাহার করে নেবে বলেন ।কিন্তু সরকারের তরফে সেই প্রয়াস চোখে পড়ে নি ।তবে গত নয় দিনের আন্দোলনে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, বিপক্ষ দলের নেতা,মন্ত্রী, গন মাধ্যমের আগমনের ফলে সরকার বাধ্য হয়ে আলোচনার রাস্তায় আসে ।

শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ শিক্ষকদের ৫ জন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেন ।কিন্তু তিনি ১৪ জন শিক্ষক বদলির ব্যাপারে সদর্থক কথা বললেও পি আর টি স্কেলে বেতন দেওয়া সম্পর্কে সদর্থক কিছু বলেন নি ।প্রায় দেড় ঘণ্টা ধরে চলা আলোচনা করার পর শিক্ষক প্রতিনিধি দল একথা জানিয়েছেন ।তবে তাদের দুই দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন ও অনশন চালিয়ে যাবেন বলে জানান প্রতিনিধি দল ও সংগঠনের শিক্ষকগন ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট