বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত সিআরপিএফ জওয়ান


শনিবার,২০/০৭/২০১৯
436

দিল্লি: বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত সিআরপিএফ জওয়ান। রাজধানীর রাজপথে আধাসামরিক বাহিনীর এক কনস্টেবলের মৃত্যু হল, নয়ডার একব্যবসায়ীপুত্রের বেপরোয়া ভাবে গাড়ির চালানোর জন্য। পুলিশ সূত্রে খবর, তিন জন সিআরপিএফ জওয়ান একটি গাড়িতে ছিলেন। শুক্রবার ভোররাতে দিল্লির গ্রেটার কৈলাসের কাছে একটি মার্সিডিজ পিছন থেকে সজোরে এসে ওই গাড়িটিতে ধাক্কা মারে। তারপর গুরুতর জখম অবস্থায় সিআরপিএফের ওই তিন জওয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু ডাক্তার এক কনস্টেবলকে মৃত বলে ঘোষণা করে।

পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে জানিয়েছেন যে নয়ডার ব্যবসায়ীর ছেলে সানিধ্য মার্সিডিজ করে দিল্লির গ্রেটার কৈলাসে ট্রাফিক সিগন্যাল না-মেনে, বেপরোয়া ভাবে প্রচণ্ড গতিতে গাড়ী চালাছিলেন। পুলিশ তরফে মেডিক্যাল পরীক্ষা জন্য পাঠানো হয় যে ওই সময় ওই ব্যবসায়ীপুত্র মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কি না।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট