কলকাতা নাইট রাইডার্সের ফিজিও পদ থেকে সরে দাঁড়ালেন লিপাস


শনিবার,২০/০৭/২০১৯
593

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ; দীর্ঘদিন ধরে তিনি কে কে আর এর ফিজিও পদের দায়িত্ব সামলে ছিলেন। তবে এবার কলকাতা নাইট রাইডার্সের ফিজিও পদ থেকে সরে দাঁড়ালেন লিপাস। নাইট শিবিরে ১২ বছর ধরে ফিজিও ছিলেন তিনি। প্রসঙ্গত, এ সপ্তাহের শুরুতেই নাইট শিবির ত্যাগ করেছেন কোচ জ্যাক ক্যালিস ও সহকারী সাইমন কাটিচ। কলকাতা নাইট রাইডার্সের ফিজিও পদের গুরুত্বপুর্ন দায়িত্ব সামলে ছিলেন অ্যান্ড্রু লিপাস। বহু বছর ধরে নাইট শিবিরের সাথে জড়িয়েছিলেন তিনি। তবে অবশেষে কলকাতা নাইট রাইডার্সের ফিজিও পদ থেকে সরে দাঁড়ালেন অ্যান্ড্রু লিপাস।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট