৮ম দিনে পড়ল প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের অনশন ও আন্দোলন


শনিবার,২০/০৭/২০১৯
1016

কলকাতা: ইউনাইটেড প্রাইমারী টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে প্রাথমিক শিক্ষকদের প্রতিবাদ ও অনশন আন্দোলন চলছে বিকাশ ভবন ও উন্নয়ন ভবনের মাঝের রাস্তার ধারে ।পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা প্রাথমিক শিক্ষকরা এই আন্দোলন ও অনশনে বসেছেন ।মূলত দু’টি দাবি নিয়ে এই আন্দোলন ।সর্ব ভারতীয় অর্থাৎ পি. আর. টি. স্কেল অনুযায়ী তাদের বেতন দিতে হবে ।অনৈতিক ভাবে বদলি করা ৯ জন শিক্ষকের বদলি স্থগিত করতে হবে ।এই দাবি রাজ্য সরকার মেনে না নেওয়ায় তারা আমরন অনশনে বসেছেন ।তাদের এই আন্দোলন কে সমর্থন জানিয়েছেন অনেক বিশিষ্ট ব্যক্তিগন ।যেমন শিক্ষাবিদ পবিত্র সরকার, কবি শংখ ঘোষ, মন্দ্রাকান্তা সেন,প্রমুখ ।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসেন। ষষ্ঠ দিনে ঘুরে এসেছেন তৃণমূলের নেতা তথা নিউটনের মেয়র সব্যসাচী দত্ত ।অপর দিকে শিক্ষা দফতর শো কজের নোটিশ পাঠাবে বলে জানা গিয়েছে যারা স্কুল কামাই করে আন্দোলনে নেমেছে ।যদিও সরকারের তরফে এই দাবি মেনে নেওয়া সম্পর্কে কিছু বলা হয়নি ।এই দিকে সপ্তম দিনের অনশনে অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়েন ।তাদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ।সংগঠনের তরফে জানানো হয়েছে তাদের দাবি দাওয়া না মানলে শিক্ষকদের আন্দোলন ও আমরন অনশন চলবে ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট