একই এলাকায় একাধিক প্রাচীন ঐতিহ্যবাহী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়


শনিবার,২০/০৭/২০১৯
494

পশ্চিম মেদিনীপুর:-একাধিক মন্দিরে একই রাতে চুরির ঘটনা ঘটলো । ঘটনা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় এর বড় কলঙ্ককাই এলাকায় ।দৈনন্দিন যেমন প্রত্যেকটি মন্দিরে প্রত্যহ সকাল পুজো এবং সন্ধ্যায় সন্ধ্যা আরতি হয় সেই ভাবেই গত কাল বড় কলঙ্ককাই এর যে তিনটি মন্দিরে চুরি হয়েছে তাদের পূজার্চনা করে পুরোহিতরা বাড়ি গেছেন ।আজ সকালে যখন তার পুনরায় পুজোর জন্য আসেন দেখেন মন্দিরের কোনটির দরজা খোলা রয়েছে কোনটি দেওয়ালের অংশ এবং দরজার অংশ রয়েছে ।ভেতরে বিঘ্ন এবং পুজোর সামগ্রী ছড়ানো ছিটানো ।

বিগ্রহে থাকা অলংকার নেই ।তারপর এলাকাবাসীদের কে জানান পূজারীরা ।তারপর ঘটনাস্থলে আসে নারায়ণগড় থানার পুলিশ ।তবে কে বা কারা এই ধরনের কাজ করলেন তা এখনো স্পষ্ট নয় ।একই দিনে একই রাত্রে একাধিক মন্দিরে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । এলাকাবাসীরা দোষীদের কে ধরে উপযুক্ত শাস্তির দাবি করেছেন ।সমস্ত ঘটনা তদন্ত করে দেখছে নারায়ণগড় থানার পুলিশ ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট