জিম্বাবোয়েকে সাসপেন্ড করল আইসিসি। যানা গেছে, ক্রীড়াক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে ব্যর্থ হওয়ায় জিম্বাবোয়েকে সাসপেন্ড করা হয়েছে। এই সিদ্ধান্ত বৃহস্পতিবার লন্ডনে সংগঠনের বার্ষিক সমাবেশে নেওয়া হয়েছে। আইসিসি এই সিদ্ধান্তকে অবিলম্বে কার্যকর করার নির্দেশও দিয়েছেন। “বাধাহীন ও গণতান্ত্রিক নির্বাচন করা এবং ক্রিকেট প্রশাসনে সরকারি হস্তক্ষেপ রোখায় ব্যর্থতার কারণেই জিম্বাবোয়েকে নির্বাসনে পাঠানো হল”-এমনটি জানিয়েছে আইসিসি। ।”জিম্বাবোয়ের ক্ষেত্রে যা হয়েছে, তা আইসিসির সংবিধান ভঙ্গের গুরুতর উদাহরণ।
আমরা কোনও সদস্যকে সাসপেন্ড করার সিদ্ধান্ত হালকা ভাবে নিই না। কিন্তু আমরা সবসময় খেলাধুলোর থেকে রাজনৈতিক হস্তক্ষেপের থেকে দূরে রাখি। বিষয়টিকে আমরা ছেড়ে দিতে পারি না। আইসিসি চায় তার সংবিধান মেনে জিম্বাবোয়েতে ক্রিকেট খেলা হোক।” বলেন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। এই সিদ্ধান্তের পর থেকে জিম্বাবোয়ে আইসিসির আর্থিক অনুদান থেকে বঞ্চিত হবে। আইসিসি পরিচালিত কোনও প্রতিযোগিতায় এই দেশের কোনো দলকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না।