পশ্চিম মেদিনীপুর:- মেদিনীপুর সদর ব্লকের ছেড়ুয়া, হাতিহলকা এলাকায় ক্রমশই উত্তপ্ত হয়েছে রাজনৈতিক আবহাওয়া। দফায় দফায় রাজনৈতিক সংঘর্ষে ফলে ভয়ে আতঙ্কে গ্রাম ছাড়া হচ্ছে অনেকেই। শুক্রবার সকালে সদর ব্লকের ছেড়ুয়াতে বিজেপি আশ্রিত দুস্কৃতিদের তান্ডব ও ভাংচুরের পর আবার গতকাল গভীর রাতে হাতিহলকা এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায় বিজেপি আশ্রিত একদল দুস্কৃতি বলে অভিযোগ তৃণমূলের। খবর পেয়ে গতকাল রাতে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন এবং আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকায় রয়েছে চাপা উত্তেজনা ও থমথমে পরিবেশ।মেদিনীপুর সদর ব্লকের ছেড়ুয়ার বাবনডাঙ্গা এলাকায় আজ সকাল থেকে বিজেপি আশ্রিত দুস্কৃতিরা ব্যাপক হামলা চালায় বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। এদিন সকাল ১১ টা নাগাদ বিজেপির দলীয় পতাকা নিয়ে প্রায় ৫/৬ শো অস্ত্রধারী মানুষ গ্রামে ঢুকে ২০/২৫ টি বাড়ি, ঘর, দোকানপাট, মোটরসাইকেল সহ বাড়ীর আসবাবপত্র ভাংচুর করে বলে অভিযোগ। এলাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
মেদিনীপুর সদর ব্লকে রাজনৈতিক সংঘর্ষের ফলে আতঙ্কে গ্রাম ছাড়া বহু গ্রামবাসী
শনিবার,২০/০৭/২০১৯
476