পশ্চিম মেদিনীপুর:- কৃষক হত্যা সহ চাষীদের 11 দফা দাবির ভিত্তিতে এসইউসিআই দলের বিক্ষোভ ডেপুটেশন সমষ্টি উন্নয়ন আধিকারিক এর দপ্তরে। বেলদা কালী মন্দির থেকে মিছিল সহকারে প্রায় শতাধিক এসইউসিআই দলের সমর্থিত কৃষকেরা ডেপুটেশন জমা দেয় নারায়ণগড় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে।উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য তুষার জানা সুশান্ত পানিগ্রাহী সহ প্রমুখ নেতৃত্ব ।
কৃষক হত্যা সহ চাষীদের 11 দফা দাবির ভিত্তিতে এসইউসিআই দলের বিক্ষোভ
শুক্রবার,১৯/০৭/২০১৯
597