রাস্তা বেদখল, উদাসীন প্রশাসন


শুক্রবার,১৯/০৭/২০১৯
657

হাওড়া আমতা: রাস্তায় যেভাবে ছোট গাড়ীর দৌরাত্ম্য বেড়ে চলেছে, ঠিক তেমনিভাবে রাস্তার দুই পাশে বেআইনি ভাবে দখল হয়ে যাচ্ছে, কোথায়ও দোকানের সামগ্রিক জিনিস পত্র নিয়ে, কোথাও আবার ইমারতি দ্রব্যে ফেলে রেখে ফুটপাত সহ রাস্তার অর্ধেক দখল হয়ে গিয়েছে।যারফলে সাধারণ মানুষের চলাচল করা অসুবিধা ঠিক তেমনিভাবে গাড়ি চলাচলেরও খুবই অসুবিধা হচ্ছে। যখন তখন দূর্ঘটনা লেগেই আছে।রাস্তার অর্ধেক দখল হবার ফলে ছোট গাড়ি বিশেষ করে মোটর বাইকের দূর্ঘটনা ঘটে চলেছে।এই রকম একটি রাস্তা আমতা নারিট থেকে বাগনান যাবাব প্রধান রাস্তা।এদিকে রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়ে রয়েছে চলার অযোগ্য। তারপর রয়েছে ইমারত দ্রব্যের ব‍্যবসা। সাধারণ মানুষের খুবই রাস্তা চলাচল করতে অসুবিধা হচ্ছে।মানুষের অভিযোগ রয়েছে, কিন্তু প্রশাসন ও রাজনৈতিক দলের নেতারা কোন হেলদোল নেই।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট