বস্তাবন্দি তরুণীর দেহ ভেসে এল হাওড়ার বালির ঘাটে, বেরলো কাটা মাথা, দেহাংশ


বৃহস্পতিবার,১৮/০৭/২০১৯
586

বস্তাবন্দি তরুণীর দেহ ভেসে এল হাওড়ার বালির ঘাটে, বেরলো কাটা মাথা, দেহাংশ। গঙ্গার জলে ভেসে আসা দুটি বস্তা থেকে পাওয়া গেল নৃশংস ভাবে খুন হওয়া এক তরুণীর টুকরো টুকরো দেহাংশ। বালির জেটিয়া ঘাটে বৃহস্পতিবার সকালে দুটি বিগ শপার ভাসতে দেখা যায়। সেটিকে উদ্ধার করে খোলা মাএই সামনে এল এক তরুণীর কাটা মাথা, তার পর একে একে বেরিয়ে আসে মৃতার দেহের বিভিন্ন অঙ্গের টুকরো। উদ্ধার করা হয়েছে ব্যাগের মধ্যে থাকা কয়েকটি ধারালো অস্ত্র। পুলিশের অনুমান তাঁকে খুন করে দেহ টুকরো টুকরো করে গঙ্গায় ফেলে দেওয়া হয়েছে।

এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। তবে মৃতার পরিচয় এখনও জানা যায়নি। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ মেয়েটির দেহ দেখে জানিয়েছে, দেহটি এখনও পচেনি। ফলে অনুমান গত ২-১ দিনের মধ্যেই এই খুনটা করা হয়েছে। আশপাশে কোনও মহিলা নিখোঁজ কি না বা অন্য কোনও জায়গায় খুন করে গঙ্গায় ফেলে দিয়েছে কিনা বা নাকি এটি এলাকার খুনের ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট