ফের রণক্ষেত্রের চেহারা নিল SSKM হাসপাতাল


বৃহস্পতিবার,১৮/০৭/২০১৯
618

কলকাতা: ফের রণক্ষেত্রের চেহারা নিল SSKM হাসপাতাল, ইআরএস কর্মীকে পেটাল মৃত রোগী পরিজনেরা। ফের SSKM হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে এক রোগীর মৃত্যু হয়েছে বলে জানাগিয়েছে। আর এই অভিযোগের ভৃত্তিতে রোগী আত্মীয়রা নিরাপত্তা রক্ষীকে মেরে কান ফাটিয়ে দিলেন। তার প্রতিবাদে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান হাসপাতালের নিরাপত্তা কর্মীরা। এদিন অথ্যাৎ বৃহস্পতিবার সকাল দশটার দিকে ৬৯ বছরের নারায়ণ বাগচী হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে SSKM হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল। রোগীর আত্মীয়দের তরফে জানাগিয়েছে যে, প্রায় ৪০ মিনিট পর ডাক্তার এসে তাঁকে কার্ডিয়োলজি বিভাগে নিয়ে যেতে বললে ট্রলি জন্য নিরাপত্তা কর্মীকে বলা হলে তিনি জানান ট্রলি পেতে হলে কিছুটা সময় লাগবে।

ট্রলি দিতে প্রায় দেড় ঘণ্টা সময় লেগিয়ে দেয়। ফলে জরুরি বিভাগেই মৃত্যু হয় ওই রোগীর। এই পরিস্থিতিতে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। রোগীর পরিজনেরা রাগের চোটে অমৃত রায় নামে হাসপাতালের ইআরএস কর্মীকে মারধর করেন। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পুলিশ হাজির হয়। পুলিশ দু জন আত্মীয়কে আটক করেছে বলে জানা গিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট