সরকারি আমলা ও তৃনমূল নেতা জনপ্রতিনিধিদের দুর্নীতির প্রতিবাদে রায়গঞ্জ বিডিও অফিস ঘেরাও


বৃহস্পতিবার,১৮/০৭/২০১৯
466

উত্তর দিনাজপুর: সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে সাধারন গরীব মানুষের কাছ থেকে কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে এবং বিভিন্ন প্রকল্পে সরকারি আমলা ও তৃনমূল নেতা জনপ্রতিনিধিদের দুর্নীতির প্রতিবাদে রায়গঞ্জ বিডিও অফিস ঘেরাও অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি। রায়গঞ্জ বিডিও অফিস ও তৃনমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি অফিসের সামনে বিজেপির অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে কয়েকশো বিজেপি কর্মী সমর্থক অংশগ্রহন করেন।

সারা রাজ্যের সাথে সাথে রায়গঞ্জেও উত্তর দিনাজপুর জেলা বিজেপি জেলা সাধারন সম্পাদক বিশ্বজিৎ লাহিড়ীর নেতৃত্বে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিজেপির এই বিক্ষোভ কর্মসূচি কে কেন্দ্র করে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল রায়গঞ্জ বিডিও অফিস চত্বরে৷ তবে এদিন অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি। বিজেপি নেতা বিশ্বজিৎ লাহিড়ী বলেন, তৃনমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি লাগামহীন দুর্নীতির সাথে যুক্ত। সাধারন মানুষের কাছ থেকে কাটমানি খেয়ে তাদের সরকারি প্রকল্পের সুবিধা দিয়েছে। এই কাটমানির টাকা ফেরতের দাবিতে এবং দুর্নীতির প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ অবস্থান।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট