ফের ঘোষণা হল চন্দ্রযান-২-এর উত্‍‌পেক্ষণের নয়া দিন


বৃহস্পতিবার,১৮/০৭/২০১৯
438

ফের ঘোষণা হল চন্দ্রযান-২-এর উত্‍‌পেক্ষণের নয়া দিন। যান্ত্রিক গোলোযোগের কারণে চন্দ্রযান-২ এর উড়ান পিছিয়ে দেওয়ার পর। এদিন ভারতীয় মহাকাশ গবেষক ইসরো ঘোষণা করল চন্দ্রযান-২-এর চাঁদে পাড়ি দেওয়ার নতুন সময়। এই চন্দ্রযান-২ আগামী সোমবার বিকেল ২.৪৩-এ চাঁদে পাড়ি দেওয়ার উদ্দেশে রওনা দেবে। বিজ্ঞানের সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন জনতাও গভীর রাত পর্যন্ত জেগে ছিলেন চন্দ্রযান-২-এর চাঁদে পাড়ি দেওয়ার বিষের প্রতি। রবিবার শ্রীহরিকোটাই চন্দ্রযান-২-এর চাঁদে উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল।

কিন্তু রাত দুটোর কিছু পরই খবর আসে চন্দ্রযান-২ অভিযান স্থগিত করা হয়েছে। ফলে প্রথমেই হতাশ ছিল আত্মবিশ্বাসী জনতা। কিন্তু সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া ও শ্রীহরিকোটায় উপস্থিত জনতার প্রতিক্রিয়া সকলেই দাঁড়িয়েছিল ইসরোর পাশে। অনেক সমালোচনার সম্মুখিন হতে হয় । কিন্তু সমর্থন মিলছিল বেশি। তবে বেশিরভাগ জন এ কথায় বলছিল , পরে দুঃখিত হওয়ার চেয়ে সাবধানী হওয়া অনেক ভালো।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট