রাতারাতি ভাইরাল হওয়া FaceApp ব্যান করতে পারে ভারত


বৃহস্পতিবার,১৮/০৭/২০১৯
1468

রাতারাতি ভাইরাল হওয়া FaceApp ব্যান করতে পারে ভারত। ভারতে এই FaceApp সোশ্যাল মিডিয়া খুব জনপ্রিয় হয়ে উটেছিল। নেটিজেনরা এই FaceApp এর মাধ্যে বয়সকালে তাঁদের দেখতে কেমন হতে পারে তা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় করে থাকে। কিন্তু কয়েক দিন ধরে এই FaceApp এর দেখা দিচ্ছে নতুন নতুন সমস্যা। কারণ FaceApp অ্যাপটি গুগল প্লে এবং অ্যাপল স্টোর থেকে ডাউনলোড হলেও সেটি লোডিংয়ের ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। আর এই সমস্যা একমাএ ভারতেই দেখা দিচ্ছে ।

এই FaceApp অ্যাপটি ব্যবহার করার সময় অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনে ভেসে উঠছে ‘Something went wrong, Please try again’ বার্তাটি। iOS-এর ক্ষেত্রে লেখা থাকছে ‘ApiRequestError error 6 – Operation couldn’t be completed’। এই সমস্যা নিয়ে ট্যুইটে প্রথম বেশ কয়েকজন ইউজার সরব হন। তবে FaceApp কি ভারতে ব্যান করা হল? এ ব্যাপারে FaceApp-এর মালিক ও সরকারিভাবে এখনও কোনও মন্তব্য মেলেনি । ফলে রহস্য বাড়েই চলেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট