নিজস্ব প্রতিবেদন ; এই বিশ্বকাপে দুর্দান্ত শুরু করলেও সেমি ফাইনালে কিউয়িদের কাছে পরাজয়ের পর হতাশা কাটিয়ে আবার মাঠে নামছে বিরাট ব্রিগেড।আগামী মাসে শুরু হচ্ছে ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর। জ্যাসন হোল্ডারদের বিরুদ্ধে ৩ আগস্ট সফরের প্রথম টি-২০ ম্যাচটি খেলতে নামবে ভারত। তিন ম্যাচের টি-২০ সিরিজের পরে রয়েছে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। স্বাভাবিক ভাবে তাঁর জন্য প্রস্তুতি নিচ্ছে ভারতীয় দল। তবে সুত্রের খবর আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের সাথে যাচ্ছেন না ভারতীয় দলের অন্যতম সেরা ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনি।
ওয়েস্ট ইন্ডিজ সফরে অংশ নিতে প্রস্তুত বিরাট ব্রিগেড।
বৃহস্পতিবার,১৮/০৭/২০১৯
596
বাংলা এক্সপ্রেস---