কর্নাটকের আস্থা ভোটে যোগ দিতে জোর করা যাবে না কোনও MLA-কে


বৃহস্পতিবার,১৮/০৭/২০১৯
386

কর্নাটকের আস্থা ভোটে যোগ দিতে জোর করা যাবে না কোনও MLA-কে। এমনই রায় সুপ্রিম কোর্টের। কেবল মাএ অধ্যক্ষেই সিদ্ধান্ত নিতে পারে কর্নাটকে পদত্যাগ নেওয়া বিধায়কদের বিষয় সম্পর্কে। এই সমস্ত বাপারে আদালত কোনও নির্দেশ দিতে পারে না। বৃহস্পতিবার আদালত আরও জানিয়েছেন, বিধায়কদের আস্থা ভোটে অংশ নেওয়ার জন্য কোনো প্রকার চাপ দেওয়া যাবেনা। ১৫ জন বিধায়কের দাবি ইস্তফা গ্রহণের ব্যাপারে অধ্যক্ষ অযথা দেরি করছেন বলে তাঁরা সুপ্রিম কোর্টে কাছে অভিযোগ করেছে। বুধবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, এ ব্যাপারে একেবারে মুক্ত অধ্যক্ষ ইস্তফা দেওয়া বিধায়কদের বিষয়ে যে কোনও সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু আদালত এ ব্যপারে নির্দেশ দিতে পারে না।

ইস্তফার বিষয়ে সিদ্ধান্ত অধ্যক্ষ যখন ইচ্ছা তখন নিতে পারেন বললেন আদালত। সেই সঙ্গে সঙ্গে ইস্তফা দেওয়া ১৫ জন বিধায়ক চাইলে কর্নাটক বিধানসভার আস্থা ভোটে অংশ না-ই নিতে পারেন জানিয়েদিলেন দেশের সর্বচ্চ আদালত। কোনো রকম তাঁদের উপর জোরাজুরি করা যাবে না।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট