ঝাড়গ্রাম : বুধবার গিধনীর রামকৃষ্ণ বিদ্যাভবনের স্কুল প্রাঙ্গণে অরণ্য সপ্তাহ উপলক্ষে লাগানো হল চারাগাছ। বিদ্যাভবনের প্রধান শিক্ষকা রীনা মন্ডল সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা সবাই একসাথে এই বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নেন। চারাগাছ দিয়ে সাহায্য করেন জামবনির বিট অফিসার। বিদ্যাভবনের প্রাঙ্গণে সোনাঝুরী, কদম, জাম গাছ লাগানো হয়। পরিবেশ সম্পর্কে সচেতনতা অনুষ্ঠান করা হয়
গিধনীর রামকৃষ্ণ বিদ্যাভবনের স্কুল প্রাঙ্গণে অরণ্য সপ্তাহ উপলক্ষে লাগানো হল চারাগাছ
বুধবার,১৭/০৭/২০১৯
665