ইসলামের প্রতি পুরোপরি আত্মসর্ম্পন করে ট্যাটু মুছে ফেলছে ইন্দোনেশিয়ার বন্দিরা


বুধবার,১৭/০৭/২০১৯
1527

ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় কারাগারের বন্দিদের মধ্যে হঠাৎই ট্যাটু মুছে ফেলার হিড়কি উঠেছে। এমন কি ঘটল যার জন্য তাদের মধ্যে এমন পরিবর্তন আসল।ইসলামের প্রতি পুরোপরি আত্মসর্ম্পন করে বন্দিরা এমন পদক্ষেপ নিচ্ছেন, বলে জানাচ্ছে গো হিরাজ নামে এক ধর্মীয় সংগঠন।

সৎ পথে চলতে চান তারা সমস্ত অসৎ কাজ ছেড়ে। সেই কারণে তারা ইসলামের পথকেই অনুসরণ করতে চাইছেন। শরীরের ট্যাটু আঁকাকে ইসলামে হারাম বলা হয়েছে। সেই কারণে ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলার অঙ্গীকার নেওয়াতেই এমন পরিবর্তন এসছে ইন্দোনেশিয়ার বন্দিদের মধ্যে।লেজার ট্যাটু করতে মানুষের যত অর্থ খরছ হয় তার থেকেও বেশি অর্থ লাগে সেটিকে তুলতে।কিন্তু লেজার ব্যবহার করে ট্যাটু তুলতে কোনও অর্থ নিচ্ছে না গো হিরাজ নামের সংগঠনটি।

একটি জাহাজ ছিনতাই মামলায় ছ’বছরের কারাদণ্ড হয়েছে আমির নামের এক যুবকের সে ট্যাটু তোলার সিদ্ধান্ত নিয়েছে। আমির বলেছে, এটা আমার সৌভাগ্য যে আমি ইসলামের পথে ফিরতে পারছি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট