শহরের বহু নামী স্কুলের পড়ুয়ারা মাদকাসক্ত


বুধবার,১৭/০৭/২০১৯
720

কলকাতা: এই তথ্য বহুবার বিগত বেশ কিছু বছরে বারেবারে এসেছে সামনে যে, কলকাতার বহু নামিদামি স্কুলের পড়ুয়ারা মদকাসক্ত। কলকাতা পুলিশের নারকোটিক্স বিভাগের হাতে আবারও সেই একই তথ্য উঠে এল।

রাত সাড়ে ১১টা নাগাদ শুক্রবার কলকাতা পুলিশের নারকটিক্স বিভাগের একটি দল তল্লাশি অভিযানে নামে গোপন সূত্রে খবর পেয়ে। গ্রেফতার করা হয় দুজনকে পার্ক সার্কাস থেকে এবং উদ্ধার হয় অনুমানিক ৫০ লক্ষ টাকা মূল্যের ৫০ গ্রাম ব্রাউন সুগার। কলকাতার বেশ কয়েকটি নামী স্কুলের পড়ুয়াদের তারা এই মাদক বিক্রি করত বলে ধৃতরা জানিয়েছে। যার মধ্যে রয়েছে শহরের একাধিক নামকরা স্কুলের পড়ুয়ারা। তাদের ক্রেতাদের তালিকায় রয়েছে বহু যুকব-যুবতী।

বেনিয়াপুকুর থানায় ইতমধ্যে ধৃতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।আরও এক দফা জিজ্ঞাসাবাদ করবে গোয়েন্দারা, ধৃতদের শনিবার আদালতে পেশ করার আগে।ক্রেতা পড়ুয়াদের নাম তাদের কাছ থেকে জানার চেষ্টা করা হচ্ছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে তালিকা ধরে মদকাসক্ত পড়ুয়াদের কাউন্সেলিং করা হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট