ভারতে ঔরঙ্গাবাদে এলেন কেনিয়ার এমপি রিচার্ড টোঙ্গি, গত ২২ বছর আগে নেওয়া মুদির দোকানের ধার পরিশোধ করতে।ভারতে পড়াশোনা করতে এসছিলেন ১৯৮৫ সালে কেনিয়ার টোঙ্গি। ভর্তি হন ঔরঙ্গাবাদে ম্যানেজমেন্ট কলেজে।
সেই সময় বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে স্থানীয় কাশীনাথ গাউলির সঙ্গে। তাঁর একটি মুদিখানা রয়েছে। সেখান থেকে টোঙ্গি ধার বাকিতে ঘরের সামগ্রী কিনতেন।পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর বাড়ি ফেরার সময় সেই ২০০ টাকা ধার থেকে গিয়ে ছিল টোঙ্গির। সেই ধার মেটাতে আবার ভারতে ছুটে এসছেন টোঙ্গি।কয়েকদিন আগে পরিবারসহ ভারতে পৌঁছান তিনি।
প্রথমে কাশীনাথ টোঙ্গিকে চিনতে পারেন নি। পরে পরিচয় জানার পর কেঁদে ফেলেন কাশীনাথ।টোঙ্গিও উপকারী বন্ধুকে দেখে চোখের জল ধরে রাখতে পারেননি। টোঙ্গি বলেন, এখানে আসার পর ওনারা আমাকে হোটেলে নিয়ে গিয়ে খাওয়াতে চেয়েছিলেন।কিন্তু আমি বলি যে ওনাদের বাড়িতেই খাব। কেনিয়া যাওয়ার আমন্ত্রণ জানিয়েছি কাশী ও তার পরিবারকে।