প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে ইতালিতে সোনা জয়, ইতিহাস গড়লেন দ্যুতি চাঁদ


বুধবার,১৭/০৭/২০১৯
486

এক ভারতীয় মহিলা বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জলিত করলেন। ভারতীয় মহিলাটির নাম দ্যুতি চাঁদ।ইতালির নেপলসে সামার ইউনিভার্সিটি গেমস এ সোনা জিতলেন দ্যুতি চাঁদ, প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে।দ্যুতি চাঁদ ছোটবেলাতেই ট্র্যাক অ্যান্ড ফিল্ডের প্রেমে পড়ে যান। কঠোর পরিশ্রমের খেলা চলে তারপর। দ্যুতি চাঁদ মঙ্গলবার ১০০ মিটার স্প্রিন্টে সোনা জেতেন।১১.৩২ সেকেন্ডে তিনি দৌড় শেষ করেছেন।

সোনা জেতার পরে তিনি জানান, ”প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে ইতালির নেপলসে সামার ইউনিভার্সিটি গেমস এ সোনা জিতে খুব ভাল লাগছে। আরও বললেন, প্রফেসর সামন্তজি জীবনের খারাপ দিনেও আমার পাশে দাঁড়িয়েছেন। ধন্যবাদ জানালেন ওড়িশার মানুষ ও ওড়িশার মুখ্যমন্ত্রীকে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ পদক জয়ের জন্য অভিনন্দন জানান দ্যুতি চাঁদকে। সোনা জয়ের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বার্তা ছড়িয়ে পড়ে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট