মুম্বাইয়ে প্রাচীন বাড়ি ভেঙে মৃত ১০,আহতের সংখ্যা ৭


বুধবার,১৭/০৭/২০১৯
475

মুম্বাইয়ে প্রাচীন বাড়ি ভেঙে মৃত ১০,আহতের সংখ্যা ৭। ডোংরি দক্ষিণ মুম্বইয়ের অত্যন্ত প্রত্ন এলাকা হিসেবে পরিচিত আর সেখানে মঙ্গলবার একটি প্রাচীনশতাব্দী চারতলা বাড়ি ভেঙে পড়ে তাতে মৃত্যু হয়১০ জনের । এই প্রাচীনশতাব্দী বাড়ির ধ্বংসস্তূপের কিছুটা অংশ সরিয়ে বিভিন্ন প্রতিকুলতার মধ্যে দিয়ে ৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তার মধ্যে একটি শিশুও রয়েছে।ওই শিশুটি এখন স্থানীয় হাসপাতালে চিকিত্‍‌সাধীন অবস্থায় রয়েছে তবে ডাক্তার তরফে জানানো হয়েছে শিশুটি এখন কিছুটা বিপদমুক্ত ।মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ খুব দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে বাড়িটি ভেঙে পড়ার কারণ তদন্ত করার কথা বললেন তিনি।

মুখ্যমন্ত্রীর দাবি বাড়িটি এক’শো বছরের পুরনো হলেও বিপজ্জনক ভবনের তালিকায় ছিল না। সেই জন্য ঐতিহ্য বজায় রাখতে বাড়ি সংস্কনের কাজ শুরু করা হয়েছিল ।স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন প্রাচীনশতাব্দী বাড়িটিতে ১৩-১৪ পরিবারের বাস। আব্দুল হামিদ দুর্গার ট্যান্ডেল স্ট্রিটের কেশরবাই মঙ্গলবার হঠাৎ সকাল ১১টা ৪০ মিনিটে জোরালো শব্দে বাড়িটি ভেঙে পড়ে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট