এইপ্রথম গোয়েন্দা চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে।


বুধবার,১৭/০৭/২০১৯
1032

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ; বেশ কয়েক বছর ধরে গোয়েন্দা কাহিনী নিয়ে ছবি হয়ে আসছে। তবে এবার এই প্রথম গোয়েন্দা চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। ফেলদুা-ব্যোমকেশ-শবর-কিরীটীদের তালিকায় ইনি নবতম সংযোজন নাম শান্তিলাল ভট্টাচার্য। একেবারে নতুন গোয়েন্দা সিরিজ়ের প্ল্যানিং নিয়েও এগোচ্ছেন পরিচালকরা। প্রতিম গোয়েন্দা শান্তিলালকে নিয়ে এই ছবি। এছাড়া এই ছবিতে এক গুরুত্বপুর্ন চরিত্রে দেখা যাবে পাওলি দামকে। ছবির নাম ‘শান্তিলাল ও প্রজাপতি রহস্য’।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট