নিজস্ব প্রতিনিধি, বারুইপুর: জয়নগর থানার পুলিস ও বারুইপুর জেলা পুলিসের ডিইবি টিম জয়নগর এলাকাতে তল্লাশি চালিয়ে ৩০ টি বেআইনি গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত। গ্রেপ্তার করা হয়েছে দুই জন কে। ধৃতদের নাম স্বপন হালদার, শৌভিক নন্দি। ধৃতদের মঙ্গলবার দুপুরে বারুইপুর আদালতে তোলা হয়। এরা জয়নগরের ৭ ও ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ধৃতদের নামে অনেকদিন ধরেই বেআইনি গ্যাসের কারবারের অভিযোগ আসছিল।
জয়নগরে বেআইনি ৩০ টি গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত, ২ গ্রেপ্তার
মঙ্গলবার,১৬/০৭/২০১৯
663