আজ রাতেই দেখা দিতে চন্দ্রগ্রহণ


মঙ্গলবার,১৬/০৭/২০১৯
466

আজ রাতেই দেখা দিতে চন্দ্রগ্রহণ , বছর দুয়েকর মধ্যে নাউ মিলতে পারে এমন ঘটনা। মঙ্গলবার রাতে মিলতে পারে সমগ্র দেশ থেকেই সল্পসময়ের জন্য চন্দ্রগ্রহণ ।এমপি বিড়লা প্লানেটোরিয়াম রিসার্চ অ্যান্ড অ্যাকাডেমিক এর ডিরেক্টর দেবী প্রসাদ দুয়ারী জানিয়েছেন আজ রাতে ১:৩১ মিনিটে মাএ ৩ ঘন্টার জন্য দেখা যাবে চন্দ্রগ্রহণ। পৃথিবীর তার নিজের axis এ ঘুরতে ঘুরতে চাঁদ ও সূর্যের মাঝখানে চলে এলে পৃথিবীর ছায়া চাঁদ গায়ে পড়লে দেখা দিতে পারে চন্দ্রগ্রহণ। আর এটা আংশিক চন্দ্রগ্রহণ বলে জানাগিয়েছে। চাঁদের ৬৫ শতাংশ অংশে পৃথিবীর ছায়া গিয়ে পড়বে।

রাত যখন ৩টে বাজবে তখন পৃথিবীর ছায়া চাঁদকে পুরো গ্রাস করবে।আর এই সময় চন্দ্রগ্রহণ সব থেকে ভালো দেখায়।দেবী প্রসাদ দুয়ারী জানিয়েছেন যে,খালি চোখে চন্দ্রগ্রহণ দেখা যায় তবে বয়নোকুলার হলে ভালো দেখা যায়।২০২১ এর ২৬ মে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে বলে জানাগিয়েছেন দেবী প্রসাদ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট