সারকারি অফিসে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না


মঙ্গলবার,১৬/০৭/২০১৯
1501

সারকারি অফিসে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না এমনি নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কম্পউটার বা মোবাইল ফোনে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না কেন্দ্রীয় সারকারি অফিসে কর্মরত অবস্থায়। সমগ্র দেশব্যাপী বেড়েই চলেছে সাইবার অপরাধ (cyber crime)। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সারকারি বিভিন্ন অফিসের গোপন তথ্যের নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছে তার ২৪ পাতা নির্দেশিকাতে অফিসের কম্পউটারের ও তার পাশাপাশি নিজেদের মোবাইলে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করা অবস্থায় সারকারি কোনো তথ্য প্রকাশ করা যাবে না।

আর এই নির্দেশিকায় সাইবার সিকিউরিটি ডিভিশন তৈরি করার কথা বলা হয়েছে। তাতে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি অফিসের কম্পউটার ব্যবহারের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার সাথে জুড়ে থাকতে চাই তাহলে তাঁকে উপরি স্তরের কর্তৃপক্ষের কাছ থেকে আগাম অনুমতি চেয়ে নিতে হবে। সারকারি ইমেল আইডি ছাড়া কোনো ব্যক্তিগত ইমেল আইডি ব্যবহার করা যাবে না। সেই সাথে সাথে কেন্দ্রীয় অফিসের কর্মীরা নিজেদের ইউএসবি যন্ত্র যেমন পেন ড্রাইভ, হার্ড ডিস্ক ইত্যাদি  নিয়ে যেতে পারবে না।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট