ভাঙড়ে তৃণমূলের জনসংযোগ যাত্রা


মঙ্গলবার,১৬/০৭/২০১৯
544

নিজস্ব প্রতিনিধি, ভাঙড় : শহীদ দিবস উপলক্ষে ভাঙড় জনসংযোগ যাত্রায় নামলেন ভাঙড়ের তৃণমূল নেতৃত্ব । মঙ্গলবার ভাঙড়ের শোনপুর বাজারে শানপুকুর অঞ্চল এবং ভোগালী ১ অঞ্চলের উদ্যোগে একটি জনসংযোগ যাত্রার আয়োজন করেন ভাঙড়ের জেলা পরিষদ সদস্য নান্নু হোসেন সহ আব্দুর রহিম। এই সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী সহ ভাঙড়ের তৃণমূল নেতৃত্ব ।এদিন শুভাশিস চক্রবর্তী বলেন, পুজোর পরে বাংলায় বিজেপি কে আর খুঁজে পাওয়া যাবে না। আপনারা একটু ধৈর্য ধরুন। আগামী শহীদ সমাবেশে ভাঙড় থেকে এক লক্ষ লোক নিয়ে গিয়ে সভাস্থল ভরিয়ে দিতে হবে।

এর পাশাপাশি বাংলার সংস্কৃতিকে যারা ধংস করতে চায় তাদের বাংলায় কোন স্হান নেই।ওই সব লিংচিং দের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে হবে।জেলা সভাপতির পাশাপাশি জেলা পরিষদ সদস্য নান্নু হোসেন বলেন, আগামী ২১ শে জুলাই শহীদ সমাবেশ উপলক্ষে ভাঙড়ের প্রতিটা বুথ থেকে দুটি গাড়ি করে লোক নিয়ে যেতে হবে। ওই দিন সমগ্র কলকাতা অবরুুদ্ধ হয়ে যাবে তাই আমাদের সকাল সকাল বাড়ি থেকে বার হতে হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট