ITR এর ডেডলাইন ৩১ জুলাই মধ্যে জমা না করতে পারলে হতে পারে জরিমানা !


মঙ্গলবার,১৬/০৭/২০১৯
713

ITR এর ডেডলাইন ৩১ জুলাই মধ্যে জমা না করতে পারলে হতে পারে জরিমানা, এমনি ঘোষনা আয়কর দফতরের। ট্যাক্স রিটার্ন ফাইল করা না থাকলে জেনে নিন যে ৩১ জুলাই পর্যন্ত এ বছর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ, সম্ভবত তারিখ বাড়ানো হবে না বলে জানা গিয়েছে। আয়কর দফতর গতবছর আয়কর রিটার্নের সময়সীমা বাড়িয়েছিল। তবে এ বছরে সেরকম কোনো সাড়া মেলেনি আয়কর দফতর থেকে।

আর এবার উক্ত সময়ের মধ্যে আয়কর রিটার্ন জমা না দিতে পারলে। জরিমানা-সহ আয়কর জমা দিতে হবে আয়করদাতার কাছে।সেই সাথে সাথে মাসিক ভিত্তিতে সুদ দিতে হবে দেরিতে জমা করার জন্য। আয়কর রিটার্ন ফাইল করা যাবে (incometaxindiaefiling.gov.in) এই ই-ফাইলিং ওয়েবসাইটে। আরও বলাহয়েছে নিয়মিত ITR জমা না দেওয়া ব্যক্তির বিরুদ্ধে আইসিসি ধারা ২৭৬ অনুযায়ী আয়কর দফতর আইনত ব্যবস্থা নিতে পারে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট