ITR এর ডেডলাইন ৩১ জুলাই মধ্যে জমা না করতে পারলে হতে পারে জরিমানা, এমনি ঘোষনা আয়কর দফতরের। ট্যাক্স রিটার্ন ফাইল করা না থাকলে জেনে নিন যে ৩১ জুলাই পর্যন্ত এ বছর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ, সম্ভবত তারিখ বাড়ানো হবে না বলে জানা গিয়েছে। আয়কর দফতর গতবছর আয়কর রিটার্নের সময়সীমা বাড়িয়েছিল। তবে এ বছরে সেরকম কোনো সাড়া মেলেনি আয়কর দফতর থেকে।
আর এবার উক্ত সময়ের মধ্যে আয়কর রিটার্ন জমা না দিতে পারলে। জরিমানা-সহ আয়কর জমা দিতে হবে আয়করদাতার কাছে।সেই সাথে সাথে মাসিক ভিত্তিতে সুদ দিতে হবে দেরিতে জমা করার জন্য। আয়কর রিটার্ন ফাইল করা যাবে (incometaxindiaefiling.gov.in) এই ই-ফাইলিং ওয়েবসাইটে। আরও বলাহয়েছে নিয়মিত ITR জমা না দেওয়া ব্যক্তির বিরুদ্ধে আইসিসি ধারা ২৭৬ অনুযায়ী আয়কর দফতর আইনত ব্যবস্থা নিতে পারে।