রাজ্য সরকারের গুরুত্বপূর্ন শর্ত, চাকরি ও শিক্ষায় জেনারেলদের সংরক্ষণ


সোমবার,১৫/০৭/২০১৯
731

কলকাতা : রাজ্য সরকারের গুরুত্বপূর্ন শর্ত, চাকরি ও শিক্ষায় জেনারেলদের সংরক্ষণ। মমতা বন্দ্যোপাধ্যা কেন্দ্র মোদী সরকারের সিদ্ধান্ত নেওয়ার পরে চাকরি ও শিক্ষায় জেনারেলদের জন্য সংরক্ষণের ঘোষণা করেন। তবে সোমবার নবান্ন থেকে এটাউ স্পষ্ট করে দিল রাজ্য সরকার জেনারেল কোঠা থাকলেই যে সংরক্ষণ পাবে তা নয় তার জন্য কয়েকটি শর্ত লাগবে। চাকরি ও শিক্ষায় জেনারেলদের জন্য সংরক্ষণের জন্য যে সমস্ত শর্ত আরোপ করা হয়েছে সেগুলি হল প্রার্থীর পরিবারের মালিকানাধীন জমির পরিমান ৫ একরের বেশি হওয়া যাবে না, বার্ষিক আয় থাকতে হবে ৮ লক্ষ টাকা মধ্যে, ১,০০০ স্কোয়ারফিট বা তার থেকে বড় ফ্ল্যাট শহরতলিতে থাকলে মিলবে না এই সংরক্ষণ।

এছাড়া যাঁরা SC, ST, OBC তালিকা ভুক্ত তাঁরা পাবেন না এই সংরক্ষণের সুবিধা। উপরিউক্ত শর্ত মিললেই তাঁরা পাবেন এই সংরক্ষণের সুবিধা। রাজ্য সরকারের জেনারেল সংরক্ষণের ক্ষেত্রে যে শর্ত কেন্দ্রীয় সরকারের দেওয়া শর্তের অনেকটাই সদৃশ্যপূর্ন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট