কলকাতা : যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামো চালু করার দাবিতে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের আন্দোলন চলছে । উস্থি প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে ।তাদের দাবি কেন্দ্রীয় সরকারের হারে তাদের বেতন কাঠামো চালু করতে হবে ।পি. আর. টি. স্কেল অনুযায়ী তাদের বেতন দিতে হবে এই তাদের প্রধান দাবি । এছাড়াও অন্যায় ভাবে বদলি করা ৭ শিক্ষকের বদলি বাতিল করতে হবে ।এই দুই দাবি নিয়ে তারা অনশনে বসেছেন । ইতিমধ্যেই অনেকেই অসুস্থ হয়ে পড়েন, অনেকে হাসপাতালে ভর্তিও করতে হয় । শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষকদের এই অনশনকে অর্থহীন বলে উল্লেখ করেছেন ।যদিও প্রাথমিক শিক্ষক সমিতির মতে তারা তাদের নায্য অধিকার আদায়ের জন্য এই অনশন আন্দোলন শুরু করেছে এবং তাদের দাবি তারা আদায় করে তবেই খান্ত হবেন ।
প্রাথমিক শিক্ষকদের অনশন
সোমবার,১৫/০৭/২০১৯
906