ক্রিকেট নিয়মে ফেঁসে থেমে গেল কিউয়িদের জয়রথের চাকা


সোমবার,১৫/০৭/২০১৯
511

ইংল্যান্ড, লর্ডসে সুপার ওভারে নিউ জিল্যান্ডকে হারিয়ে প্রথম বার বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হল ইংল্যান্ড। নতুন যুগের সূচনা হল ক্রিকেট ইতিহাসে। অসাধারণ ক্রিকেট প্রদর্শনের পরেও নিয়মে ফেঁসে থেমে গেল কিউয়িদের জয়রথের চাকা। রবিবার সেই জমজমাট বিশ্বকাপ ফাইনালের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। ৫০ ওভারের পর স্কোর সমান হয় দুই টিমেরই। পরে শুরু হয় সুপার ওভার সেখানেও স্কোর হয়ে যায় টাই ।

কিন্তু ম্যচে বাউন্ডারির সংখ্যা বেশি থাকায় আইসিসি বিশ্বকাপ উঠল ইংল্যান্ডের হাতেই। সুপার ওভারে ইংল্যান্ডের হয়ে ম্যাচে নামেন দুই নায়ক জস বাটলার আর বেন স্টোকস। বোল্টের ওভারে তাঁরা তোলেন ১৫ রান। বিপক্ষে মার্টিন গাপটিল আর জিমি নিশামও জোফরা আর্চারের ওভারে তোলেন ১৫ রান। তবে শেষ পর্যন্ত আইসিসির নতুন নিয়ম অনুযায়ী বেশি সংখ্যক বাউন্ডারি মারার ফলে ইংল্যান্ড-কে জয়ী বলে ঘোষনা করা হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট