উলুবেড়িয়া মহকুমা অফিস থেকে উলুবেড়িয়া হসপিটাল পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধের পদযাত্রা


সোমবার,১৫/০৭/২০১৯
558

উলুবেড়িয়া : পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে উলুবেড়িয়া মহকুমা শাসকের উদ্যোগে উলুবেড়িয়া মহকুমা অফিস থেকে উলুবেড়িয়া হসপিটাল পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধের জন্য একটি পদযাত্রা করে সাধারণ মানুষকে সচেতন করা হয়।উক্ত অনুষ্ঠানে উলুবেড়িয়া S.D.O মাননীয় তুষার সিনলা।উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক মাননীয় ইদ্রিশ আলি।উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান মাননীয় অভয় কুমার দাস মহাশয়।উলুবেড়িয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান মাননীয় আব্বাসউদ্দীন খাঁন।উলুবেড়িয়া হসপিটালের সুপার ডঃ সুদীপ রঞ্জন কাড়ার ফ্ল্যাগ দেখিয়ে যাত্রার শুভ সূচনা করেন যাত্রা শেষে উলুবেড়িয়া মহকুমা হসপিটালে একটি ডেঙ্গু সচেনতা সম্পর্কে একটি আলোচনা সভা হয় সভায় বক্তব্য রাখতে গিয়ে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি বলেন এই রকম ডেঙ্গু সচেতন শিবির প্রত্যেকটি পাড়ায় ও মোড়ে মোড়ে করতে হবে সে বিষয়ে পৌরসভার চেয়ারম্যান কে ও বলে দেয় এবং একটি শপথ বাক্য পাঠ করেন :

জমলে জল বাড়ে মশা
হয় ডেঙ্গু মরণ দশা
সেই সাথে থাকলে জঞ্জাল
স্বাস্থ্যের অবস্থা হয় যে বেহাল।
অফিস,আদালত বিদ্যালয়
পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হয়
প্লাস্টিক,কাগজ আবর্জনা
যত্র তত্র ফেলব না,ফেলব না।
তাই আজ মোদের শপথ
জঞ্জাল মুক্ত করব এ জগৎ
এসো সবে আজ রাখি হাতে হাত
উজ্জ্বল ভোরের আলোয় শেষ হোক রাত।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট