মহিলা শৌচালয় ঘরের সামনে সিসি ক্যামেরা , নিজের মোবাইলে নজরদারি করেন সিডিপিও !


সোমবার,১৫/০৭/২০১৯
500

ক্যানিং: মহিলা শৌচালয়ের সামনে সিসি ক্যামেরা লাগিয়ে তা নিজের মোবাইলের মধ্যমে অফিসে বসে নজরদারি চালান সিডিপিও অফিসার । এরই প্রতিবাদে আজ ক্যানিং ১ নং ব্লকের সিডিপিও অফিসের সামনে বিক্ষোভ দেখান আইসিডিএস কর্মীরা । ঘটনাটি ঘটেছে , ক্যানিং ১ নং ব্লকের সিডিপিও অফিসে । তবে ঘটনা সূত্রে , মহিলা শৌচালয়ের সামনে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন সিডিপিও অফিসার । আর তা নিজের মোবাইলের সাথে সংযোগ করে অফিসে বসে নজরদারি চালান তিনি । আর তাতে সমস্যার সম্মুখীন হন অফিসে আশা বহু মহিলা কর্মী । যেখানে তাদের শৌচালয় যেতে ও পোশাক বদল করতে সহ ব্রেসফিডিং করতে খুবই অসুবিধা হয় । আর ওই সিসি ক্যামেরা বারবার খুলতে বললেও তিনি খোলেনি ।

আজ তারই প্রতিবাদে ক্যানিং সিডিপিও অফিসের সামনে বিক্ষোভ দেখান আইসিডিএস কর্মীরা । আর এ বিষয়ে সিডিপিও কে কিছু জিজ্ঞাসা করতে গেলে তিনি ব্যস্ততার অজুহাত দিয়ে এড়িয়ে যায় । এরপর অফিস ঘরে গিয়ে দেখা যায় টেবিলের উপর পা তুলে বসে রয়েছেন । কিছু জিজ্ঞাসা করলে , তিনি এবিষয়ে মুখ খুলতে রাজি হননি ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট