বিশ্বকাপ ২০১৯ এর ব্যাক্তিগত নজির


সোমবার,১৫/০৭/২০১৯
614

গত কাল ২০১৯ এর ক্রিকেট বিশ্বকাপ শেষ হয়ে গেল ।ফাইনালে ইংল্যান্ড এক দূধর্স ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুপার ওভার ও মূল ইনিংসের মোট বাউন্ডারির নিরিখে জয় লাভ করে ।অংশ গ্রহণকারী সব দল ভালো খেললেও শেষ পর্যন্ত ইংল্যান্ড প্রথম বারের জন্য বিশ্বকাপের স্বাদ পায় ।এই বিশ্বকাপে বিভিন্ন খেত্রে বিভিন্ন দক্ষতার পরিচয় পাওয়া যায় ।ভারতের রোহিত শর্মা ৯ ম্যাচে ৬৪৮ রান করে বিশ্বকাপের সর্বোচ্চ রানকারী হন।তিনি গোল্ডেন ব্যাট পুরস্কার লাভ করেন ।ডেভিড ওয়ার্নার ৬৪৭ রান করে দ্বিতীয় ও সাকিব আল হাসান ৬০৬ রান করে তৃতীয় স্থান অধিকার করে ।অস্ট্রেলিয়ার মিচেল স্ট্রার্ক ২৭ উইকেট নিয়ে গোল্ডেন বল পুরস্কার লাভ করেন ।দ্বিতীয় স্থানে থাকা লুকি ফার্গূসন ২১ উইকেট নেন ।

তৃতীয় জোফ্রা আর্চার ও মুস্তাফিজুর রহমান ২০ টি করে উইকেট নেন ।ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন ইংল্যান্ডের বেন স্টোকস । তিনি ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলেন ।ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ।তিনি টুর্নামেন্টে ৫৭৮ রান করেন ।এক বিশ্বকাপের সর্বাধিক ৫ টি সেঞ্চুরির রেকর্ড করে রোহিত শর্মা ।বিরাট কোহলি ও সাকিব আল হাসান ও বেন স্টোকস ৫ টি করে হাফ সেঞ্চুরি করে ।সর্বোচ্চ ৬ মারেন ঈয়ন মর্গ্যান ২২ টি ।সর্বোচ্চ ৪ মারেন রোহিত শর্মা ও জনই বেয়ারস্টো উভয়ের ৬৭ টি বাউন্ডারি ।সবচেয়ে বেশি ৪ টি ম্যাচে রোহিত শর্মা ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট