নিজস্ব প্রতিবেদন ; আজ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছে ইংল্যাণ্ড বনাম নিউজিল্যাণ্ড। এদিন প্রথমে ব্যাট করে নিউজিল্যাণ্ডের ইনিংস থামে ২৪১/৮ রানে। জবাবে ব্যাট করতে নেমেছে ইংল্যাণ্ড। তবে শুরুতেই ধাক্কা খেল ইংল্যান্ডের টপ অর্ডার ।জেসন রয় ১৭ রান করে আউট হয়ে গিয়েছেন। এছাড়া প্যাভিলনে ফিরে গিয়েছেন জনি বেয়ারেস্টো, জো রুট, ও ইয়ন মর্গান। এই মুহুর্তে ৩০ ওভারে শেষে ইংল্যান্ডের স্কোর ১১৫/৪।
৩০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১১৫/৪
রবিবার,১৪/০৭/২০১৯
1123
বাংলা এক্সপ্রেস---