স্বপ্নপুরনের লক্ষ্যে আজ মাঠে নামছে দুই দল


রবিবার,১৪/০৭/২০১৯
723

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ঃ ২০১৫ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল ইংল্যান্ড। কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল জো রুট, ইয়ন মরগ্যানদের। তবে সেই ধাক্কা কাটিয়ে দারুণ প্রত্যাবর্তন করে ইংরেজ ক্রিকেটাররা। একদিনের ক্রিকেটে শীর্ষ স্থান দখল করার পাশাপাশি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে মরগ্যান বাহিনী। তবে চলতি বিশ্বকাপ দুর্দান্ত শুরু করেছে ইয়ন মর্গানরা। আজ ফাইনালে মুখোমুখি নিউজিল্যান্ড বনাম ইংল্যাণ্ড। তবে ইংরেজ সমর্থকেরা যে ভাবে ইংল্যান্ডকে এ বার সমর্থন করে যাচ্ছেন তাতে আপ্লুত মর্গ্যান।

 

অন্যদিকে নিউজিল্যাণ্ড দল দুর্দান্ত ফর্মে রয়েছে। আজ এক জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। ভারতকে পরাজিত করে দারুনভাবে প্রত্যাবর্তন করেছে কিউয়িরা। সব মিলিয়ে বলা যেতে পারে দুই দলই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে। তবে শেষ হাসি কে হাসে তাঁর জন্য আরও কিছু সময়ের অপেক্ষা করতে হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট