নিজস্ব প্রতিবেদন; স্বাভাবিক ভাবে চলতি বিশ্বকাপে অন্যতম ফেবারিট দল হিসেবে পরিচিত ছিল ইংল্যানড ও নিউজিল্যাণ্ড। আজ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি দুই শক্তিশালি দল। এদিন প্রথমে ব্যাট করেন কিউয়িরা। সেমি ফাইনালে ভারতকে পরাজিত করে দুর্দান্ত ছন্দে রয়েছে নিউজিল্যাণ্ড দল। কিন্ত লর্ডসের ফাইনালে শুরু থেকেই দাপট দেখালেন ইংল্যান্ড বোলাররা। জোফ্রা আর্চার, প্ল্যাঙ্কেট, ওকসরা শুরু থেকেই চাপ তৈরি করেন নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের উপরে।নিউজিল্যাণ্ডের হয়ে ম্যাচের হাল ধরেন হেনরী নিকোলস ৭৭ বলে ৫৫ রান করেন। ইংল্যান্ডের হয়ে ক্রিস ওয়াকস ও লিয়াম ৩টি করে উইকেট নেন। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৪১ রানে থামল নিউজিল্যাণ্ডের ইনিংস। তবে আজ যে দেশই চ্যাম্পিয়ন হোক, ক্রিকেটবিশ্ব পাবে নতুন চ্যাম্পিয়ন।