কলকাতা: সন্তোষ মিত্র স্কোয়ারে এবছর ৬০ কেজি সোনার দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে ।প্রতিমার উচ্চতা হচ্ছে ১৫ ফুট ।মাথা থেকে পা পর্যন্ত এই মূর্তিটি তৈরি করা হবে সোনা দিয়ে । এটিই হবে বিশ্বের সবচেয়ে মূল্যবান দুর্গা প্রতিমা ।৬০ কেজি ওজনের ও ১৫ ফুট লম্বা এই প্রতিমা তৈরি করতে খরচ হবে প্রায় ১৮ কোটি টাকা ।রথযাত্রায় খুঁটি পুজো উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সন্তোষ মিত্র স্কোয়ারের আধিকারিকরা এই ব্যাপারে জানান ।এই পুজো বরাবর জনপ্রিয় তাই আর আড়াই মাস অপেক্ষায় রইল দুর্গা পুজো দর্শনার্থীরা বিশ্বের সবচেয়ে মূল্যবান দুর্গা প্রতিমা দেখার জন্য ।
সন্তোষ মিত্র স্কোয়ারে এবছর ৬০ কেজি সোনার দুর্গা প্রতিমা !
রবিবার,১৪/০৭/২০১৯
1525