ঝাড়গ্রাম : শ্বশুরবাড়িতে ঢুকে নিজের ছেলেকে চুরি করার অভিযোগ খোদ উঠল বাবার বিরুদ্ধেই। থানায় লিখিত অভিযোগ করেছেন ছেলেটির মা। শনিবার দুপুরে ঝাড়গ্রাম শহরের কেশবডিহি এলাকায় ঘটনাটি ঘটেছে। বাবা অনুমিত্র দত্ত ওরফে চন্দনের বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের জামশেদপুরে। ২০১৭ সালে ঝাড়গ্রাম শহরের কেশবডিহির বাসিন্দা ভাগ্যশ্রী প্রামাণিকের সঙ্গে বিয়ে হয়েছিল। বিয়ের সময় অনুমিত্র যা জানিয়ে ছিলেন তাও মিথ্যে বলে পরে জানিয়েছেন স্ত্রী। সংসারে অশান্তির পাশাপাশি স্ত্রীর উপর অত্যাচার শুরু করেন স্বামী। গত বছর মার্চে ভাগ্যশ্রীর ছেলে হয়। অত্যাচারের জেরে ছেলে অনুভবকে নিয়ে ভাগ্যশ্রী গত বছর নভেম্বর মাসে ঝাড়গ্রামে বাপের বাড়িতে চলে আসেন।শনিবার দুপুরে ভাগ্যশ্রী বাড়িতে ছিলেন না।
ওই সময় স্বামী অনুমিত্র একটি গাড়িতে চেপে কয়েক জনকে সঙ্গে নিয়ে ছেলেকে দেখতে আসেন। তখন শাশুড়ির কাছে এক গ্লাস জল খেতে চাওয়ার অছিলায় অনুভবকে কেড়ে নিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে সাদা গাড়িতে চেপে পালিয়ে যায় বলে জানিয়েছেন পরিবার। ঝাড়গ্রাম থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ভাগ্যশ্রী। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে পুলিশ।