কমনওয়েলথ গেমস এর ভারোত্তোলন বিভাগে নতুন রেকর্ড তৈরি করলেন ভারতের অজয় সিংহ । ভারোত্তোলনের ৮১ কেজি বিভাগে ১৯০ কেজি ওজন তুলে তিনি নতুন রেকর্ড গড়েছেন । ২২ বছর বয়সী এই ভারোত্তোলক এই রেকর্ড করার সময় নিজের তৈরি জাতীয় রেকর্ডও ভেঙে দেয় । এই বিভাগে সোনা জিতে তিনি কমনওয়েলথ গেমসে ভারতের পতাকা তুলে ধরেন ।
কমনওয়েলথ রেকর্ড অজয় সিংহের
শনিবার,১৩/০৭/২০১৯
677