বিফ স্যুপের ছবি পোস্ট করার জন্য প্রহরের শিকার যুবক


শনিবার,১৩/০৭/২০১৯
486

তামিলনাড়ু: সোশ্যাল মিডিয়ায় বিফ স্যুপের ছবি পোস্ট করার জন্য প্রহরের শিকার যুবককের। গরুর মাংশ খাওয়া নিষিদ্ধ নাহলেও, হিন্দু মাক্কাল কাটচি দলের চার সদস্য মিলে তামিলনাড়ুর এক যুবককে গোমাংস খাওয়ার অপরাধে বেধড়ক মারল। সে সোশ্যাল মিডিয়াতে বিফ স্যুপ খেয়ে ছবি দিয়েছিলেন। আহতের নাম মহম্মদ ফৈজান। এই ছবি পোষ্ট করার জন্য মহম্মদ ফৈজানকে তারা লোহার রড এবং ধারাল অস্ত্র দিয়ে আক্রমণ করে। গুরুতর জখম হয়ে পড়ে সে। তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পুলিশ এই অভিযোগের উপর ভিত্তি করে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে চারজনকে।

তামিলনাড়ুর নাগাপত্তিনমের বাসিন্দা মহম্মদ ফৈজান কয়েক দিনা আগে রেস্তরাঁয় বসে বিফ স্যুপ খেয়েছিলেন আর সেই ছবি পোস্টও করেন সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি নজরবন্ধী হল হিন্দু মাক্কাল কাটচি দলের এক সদস্যের।এ বিষয়টিনিয়ে তর্কও হয় তাদের মধ্যে। কিন্তু হঠাৎ তাঁর বাড়ি ঘেরা করে বেশ কয়েকজন যুবক সঙ্গে সঙ্গে ফৈজানকে তাঁর ঘিরে ফেলে এবং মরতে শুরুকরে ধারাল অস্ত্র এবং লোহার রড দিয়ে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট