নিম্নচাপ রয়েছে হিমালয়ের উপর


শুক্রবার,১২/০৭/২০১৯
665

কলকাতা: উত্তর বঙ্গে শেষ 4 দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে এর কারণ নিম্নচাপ রয়েছে হিমালয়ের উপর । আগামী 3 দিনে উত্তর বঙ্গে এর উপরের 5 জেলা দার্জিলিং,কলিংপং,আলিপুরদুয়ার,কোচবিহার,জলপাইগুড়ি তে অতি ভারী বৃষ্টি হবে ।বেষকয়েক জায়গায় 20 সেন্টিমিটার এর বেশি বৃষ্টি হবে ,তারজন্য সতর্কতা বার্তা দেওয়া হয়েছে।পরশু বৃষ্টির পরিমান একটু কমবে। তারপর থেকে আরেকটু কমবে । দিনাজপুর ও মালদা তে একটু বেশি বৃষ্টি হবে ,সিকিম এ ও ভারী বৃষ্টি হবে। দক্ষিণ বঙ্গে বঙ্গোপসাগরের উপর কোনো নিম্নচাপ নেই এর ফলে কলকাতা সহ দক্ষিণ বঙ্গে বৃষ্টি হচ্ছেনা ।

একটি নিম্নচাপ অক্ষরের বিহার থেকে উত্তর পুর্ব বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে এর ফলে দুই 24 পগনা,হাওড়া , নদীয়া ,মুর্শিদাবাদ, হুগলী,কলকাতা তে হালকা বৃষ্টি হবে । তবে ভারী বৃষ্টি এখন নেই দক্ষিণ বঙ্গে ।মৎস্যজীবীদের সতর্কতা তুলে দেওয়া হলো। কলকাতা র আকাশ মেঘলা থাকবে তবে ভারী বৃষ্টি নেই।

https://youtu.be/VreXUYkHDf4

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট