জল বাঁচান জীবনের জন্য


শুক্রবার,১২/০৭/২০১৯
2094

জল বাঁচান জীবন বাঁচাতে, এই স্লোগান সামনে রেখে আজ অর্থাৎ ১২ ই জুলাই পালিত হচ্ছে জল সংরক্ষণ দিবস।দিন দিন যে ভাবে জলের সমস্যা ভয়াবহ আকার ধারণ করছে তাতে ভবিষ্যতে মানুষ জলের জন্য কাতর হয়ে যাবে কিন্তু জল পাবে না ।দেশের বিভিন্ন স্থানে জলের জন্য হাহাকার এখন সাধারণ বিষয় হয়ে গেছে ।জলের অপব্যবহার, অতিরিক্ত জল অপচয়. ভৌম জলের যথেচ্ছ ব্যবহার. জলাশয় ভরাট. খরা. নোনা জল প্রবেশ প্রভৃতির ফলে জল সমস্যা এখন এক বড় সমস্যা ।এ ব্যাপারে মানুষ. ও প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধি করা দরকার ।সেই লক্ষ্যেই আজকের এই জল সংরক্ষণ দিবস পালন ।

এই উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উপলক্ষে এক পদযাত্রার আয়োজন করেছেন ।গোটা দেশের সাথে এই রাজ্যেও সরকারি ও বেসরকারি উদ্যোগে এই জল সংরক্ষণ দিবস পালিত হচ্ছে ।তবে সাধারণ মানুষ যদি এ ব্যাপারে সচেতন হয় তবেই এই দিবস সার্থক হবে ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট