আপনি যদি রিলায়েন্স জিও কাস্টমার হয়ে থাকেন । সেই সঙ্গে যদি আবার PUBG প্রেমী হন । তাহলে আপনার জন্য দারুণ সুখবর । এবার PUBG LITE – এর সঙ্গে জোট বেঁধে দুর্দান্ত অফার ঘোষণা করলেন মুকেশ আম্বানির কোম্পানি । গত সপ্তাহেই ভারতে আত্মপ্রকাশ করেছে PUBG LITE । সাধারণ স্মাটফোনে PUBG গেমটি অনেক খানি জায়গা জুড়ে থাকে । ফলে মোবাইল স্লো এবং হ্যাং করে যায় । কিন্তু এই নতুন ভাসানটি ডেস্কটপ ও কম বাজেটের স্মাটফোনে সাবলীল ভাবে খেলা সম্ভব । তবে অনলাইন গেমটি খেলতে পর্যাপ্ত ইন্টারনেট ডেটা প্রয়োজন । আর PUBG প্রেমীদের যাতে খেলতে কোনও সমস্যা না হয় । সেই জন্য জিওর সঙ্গে হাত মিলিয়েছে তারা । তাই এবার জিও গ্রাহকরা PUBG LITE – এ রেজিস্টার করলেই পাবেন আকষনীয় উপহার ।
PUBG LITE – এর সঙ্গে জোট বেঁধে দুর্দান্ত অফার ঘোষণা করলেন মুকেশ আম্বানির কোম্পানি
বৃহস্পতিবার,১১/০৭/২০১৯
1063