বিশ্বকাপ ২ য় সেমিফাইনালে জয়ী ইংল্যান্ড


বৃহস্পতিবার,১১/০৭/২০১৯
934

অস্ট্রেলিয়া প্রথম ব্যাট করতে নেমে ৪৯ ওভারে মাত্র ২২৩ রানে আউট হয়ে যায় ।স্টিভ স্মিথ ১১৯ বলে ৮৫ রান করে আউট হন ।অ্যালেক্স ক্যারে ৭০ বলে ৪৬ রান করে ।ইংল্যান্ড এর হয়ে কৃশ ওকস ২০ রান দিয়ে ৩ উইকেট নেন ।আদিল রসিদ ৩ ও জোফ্রা আর্চার ২ উইকেট নেন ।জবাবে ইংল্যান্ড ব্যাট করতে নেমে ২ উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয় ।তারা ২ উইকেটে প্রয়োজনীয় ২২৬ রান তুলে বিশ্বকাপের ফাইনালে উঠল ।ইংল্যান্ড এর হয়ে জ্যাসন রয় ৬৫ বলে ৮৫ রান করে ।জো রুট ৪৬ বলে ৪৯ এবং ইয়ন মর্গ্যান ৩৯ বলে ৪৫ রান করে ।অস্ট্রেলিয়ার হয়ে স্টার্ক ও কমিন্স ১ টি করে উইকেট নেন ।মাত্র ৩২.১ ওভারেই ইংল্যান্ড ২২৬ রান তুলে ৮ উইকেটে জয়ী হয় ।বিশ্বকাপে এখন নতুন চ্যাম্পিয়ন দেখার জন্য অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট