বাতিল করা হতে পারে ২০ কোটি মানুষের PAN কার্ড !


বৃহস্পতিবার,১১/০৭/২০১৯
678

বাতিল করা হতে পারে ২০ কোটি মানুষের PAN কার্ড! একটি সামান্য কাজ না করলে। আপনার প্যান কার্ড বাতিল করে দেওয়া হতে পারে যদি আপনি আপনার প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক না করে থাকেন। আধার ও প্যান লিঙ্ক করার সময় ৩০ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত। আয়কর বিভাগ থেকে ঘোষনা দেওয়া হয়েছে যে, যাদের প্যান কার্ড বাতিল করা হবে তারা তাদের প্যান কার্ড আর ব্যবহার করতে পারবেনা। একাজটা কখনই সম্ভব নয় বলেছেন সিবিডিটি-র এক আধিকারি। কারণ দেশের ৪৩ কোটি মানুষের প্যান কার্ড রয়েছে তার মধ্যে ২০ কোটি প্যান কার্ড থাকা মানুষের কাছে আধার কার্ড নেই। দেশ মাএ ১২০ কোটি মানুষের কাছে আধার কার্ড রয়েছে।করদাতা যে সমস্ত মানুষের ITR ফাইল করতে হবে তাদের প্যান ও আধার লিঙ্ক করা না থাকলে তারা ITR ফাইল করতে পারবেন না। তার জন্য আপনার ট্যাক্স রিফান্ড বন্ধ করেদেওয়া হবে। এমনকি তাদের প্যান কার্ড পর্যন্ত ইনভ্যালিড হয়ে যাবে।

আধার ও প্যান লিঙ্ক করার জন্য (www.incometaxindiaefiling.gov.in) এই ওয়েবসাইটে গিয়ে লিঙ্ক করতে হবে। এবং যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে রেজিষ্ট্রেশন করতে হবে। আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে যে এসএমএস-এর মাধ্যমেও লিঙ্ক করতে পারবেন।567678 বা 56161 এই নম্বরে মেসেজ পাঠিয়ে আধার ও প্যান লিঙ্ক করতে পারবেন৷

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট