জলে ডুবে যাওয়া মা ও তার দুই সন্তানকে বাঁচাল ১১ বছরের বালক


বৃহস্পতিবার,১১/০৭/২০১৯
1240

জলে ডুবে যাওয়া মা ও তার দুই সন্তানকে বাঁচাল ১১ বছরের বালক । অসমের এক প্রত্যন্ত গ্রামের ১১ বছরের বালক বীরত্ব ও মানবিকতার পরিচয় দিয়ে নদীর জলে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছে মা ও তাঁর ছোট্ট দুই সন্তানকে। ৭ জুলাই ওই মহিলা ও তার দুই সন্তানকে নিয়ে মিসামারি গ্রামের নদী পার হওয়ার সময় মুহূর্তের মধ্যে নদীর জলস্ফীতি প্রবল হয়ে ওঠে । ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লক্ষ্ম জ্যোতি দাস জানিয়েছেন জল বেড়ে যাওয়ার কারণে বড়সড় দূর্ঘটনা যে কোন সময় ঘটে যেতে পারত।ওই সময় ওই মহিলার এই করুন অবস্থা দেখে নদীতে ঝাঁপিয়ে পড়ে ১১ বছরের উত্তম। সে সাঁতরে তাঁদেরকে পাড়ে নিয়ে আসে।উত্তমরে এই সামাজিক সহায়তার সঠিক প্রাপ্য সম্মান দেওয়ার জন্য ডেপুটি কমিশনারকে জানিয়েছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লক্ষ্ম জ্যোতি দাস।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট